প্রেস বিজ্ঞপ্তি:
সাতক্ষীরা গনপুর্ত অফিসের সাবেক সহকারি এস ও মোঃ আবদুল কাদের (৮০) মঙ্গলবার রাত ২টায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না….. রাজিউন) তিনি গনপুর্ত অফিস সাতক্ষীরাতে সহকারি এস ও হিসাবে দীর্ঘদিন কর্মরত ছিলেন । চাকরি শেষে কামালনগরে (মাওয়া চায়নীজএর পিছনে ) নিজস্ব বাসভবনে বসবাস করতেন। কিছু দিন পুর্বে তিনি ঢাকাতে চলে যান এবং সেখানে বসবাস করতে শুরু করেন । মঙ্গলবার রাত ২টায় তিনি ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন । মৃত কালে তিনি স্ত্রী, এক পুএ ও চার কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন । তার মৃততে পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।