তালা প্রতিনিধি: খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, রবিবার (০৮আগষ্ট) রাত সাড়ে ১০টার দিকে পাটকেলঘাটা থানার মির্জাপুর বাজার সংলগ্ন শশ্মানঘাটা নামক স্থানে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ১০ টার দিকে দুই যুবক ইন্ডিয়ার ইয়ামা ফিজার( ১৫০সিসি) মোটরসাইকেল যোগে খুলনা থেকে সাতক্ষীরা আসছিলেন। এ সময় খুলনা সাতক্ষীরা মহাসড়কে মির্জাপুরের শশ্মানের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়ানো ট্রাকের পিছনে ধাক্কা মারে, এ সময় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে ঐ দুই যুবক নিহত হয়। নিহতরা হলেন, খুলনা জেলার দীঘলিয়া উপজেলার ব্রহ্মগাথী গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে মোঃ শাকিব হোসেন(৩০) এবং অপরজন হল একই জেলার বঠিয়াঘাটা উপজেলার আব্দুল লতিফ মোল্যার ছেলে আবু লিটু মোল্যা(৪৫)। তিনি খুলনা আবু নাছের হাসপাতালের হিসাবরক্ষক ও তালা খেশরা দক্ষিন শাহজাত পুরে গ্রামের শেখ আব্দুল আলীর জামাই। জানা যায় নিহত লিটুর পুত্র মেডিকেলের ১ম বর্ষের ছাত্র ও নিহত সাকিব একই হাসপাতালের কেয়ার টেকার পদে কর্মরত ছিল।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হাইওয়ে পুলিশ ঘাতক-ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে নিয়ে যায়।