নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. সামছুজ্জামান জুয়েলকে দেখতে তার বাড়ীতে যান জেলা কৃষক লীগের সভাপতি ও কেন্দ্রীয় কৃষক লীগের নেতা মাহফুজা সুলতানা রুবি।
বুধবার (০১ মার্চ) দুপুরে খুলনা সিটি মেডিকেল থেকে নিজ বাসায় ফিরলে তিনি অসুস্থ জুয়েলের শারীরিক অবস্থার খোজ খবর নেন এবং রোগ মুক্তি কামনা করেন। কৃষক লীগের নেতৃবৃন্দ তার সাভে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক লীগের জাতীয় পরিষদের সদস্য মো.মুন্জুর হোসেন, কালিগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সহ- সভাপতি শেখ আমির হামজা, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম-সম্পাদক মো. রেজাউল ইসলাম, পৌর কৃষক লীগের যুগ্ম-সম্পাদক মো. বাবলুর রহমান ও কালীগঞ্জ উপজেলা সদস্য মোশারফ হোসেনসহ নেতৃবৃন্দ।
এর আগে, গত ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত খুলনা সিটি মেডিকেলে ভর্তি করা হয়। তার হার্ডে একটা রিং পরিয়েছেন। বর্তমারন জুয়েল শারীরিক অবস্থা উন্নতির দিকে।