
নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযানে প্রায় নয় লাখ টাকার ভারতীয় ঔষধ, শাড়ি ও বোরকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার (২৬ অক্টোবর ২০২৫) রাতভর পরিচালিত এসব অভিযানে বিজিবি সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন স্থান থেকে পণ্যগুলো আটক করেন।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) জানায়, ভোমরা, কালিয়ানী, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির টহল দল ঘোষপাড়া এলাকা থেকে ২৮ হাজার টাকার ভারতীয় বোরকা,
কালিয়ানী বিওপির দল কালিয়ানী এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ এবং কাকডাঙ্গা বিওপির তিনটি আভিযানিক দল কলারোয়া উপজেলার গেরাখালি, কেরাগাছি ও রাজ্জাকের মোড় এলাকা থেকে প্রায় ৪ লাখ ২০ হাজার টাকার ঔষধ ও শাড়ি আটক করে।
অপরদিকে মাদরা বিওপির তিনটি দল কলাবাড়ি, শ্মশানঘাট ও চান্দা এলাকা থেকে ৩ লাখ ১১ হাজার ৫০০ টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি এবং হিজলদী বিওপির টহল দল গোয়ালপাড়া এলাকা থেকে ৭০ হাজার টাকার ঔষধ জব্দ করে।মোট ৮ লাখ ৯৯ হাজার ৫০০ টাকার ভারতীয় পণ্য আটক করা হয় বলে নিশ্চিত করেছেন সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি। তিনি বলেন, “চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে আনছিল। এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয় এবং সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়। আটক করা মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

