
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা শহরের মিনি মার্কেটের ঈষিকা আর্টের স্বত্বাধিকারী জনপ্রিয় চিত্র শিল্পী এম,এ জলিল সোমবার দিবাগত রাত তিনটার দিকে সাতক্ষীরার বে-সরকারি সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন) ।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। উল্লেখ্য, কয়েক মাস আগে তার পেটের নাড়িতে অপারেশন করা হয়েছিল। সোমবার
বিকালে পুনরায় অসুস্থ হলে তাকে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। রাত দশটার দিকে আবারও তার অপারেশন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গুণাগ্রাহী রেখে গেছেন। তাঁর এই অকাল মৃত্যুতে সব মহলে শোকের ছায়া নেমে এসেছে।
জলিলের ঘনিষ্ঠ বন্ধু প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী তার ফেসবুক পেজে জলিলের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।