
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় ৯৪ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার থেকে রোববার পাওয়া নমুনা রিপোর্টে সাতক্ষীরার ৪৪ জন নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮৪ জনে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. জয়ন্ত কুমার সরকার জানান, রোববার বেলা ১১টায় হাতে পাওয়া রিপোর্টে নতুন করে ৪৪ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে একজনের পুনরায় পরীক্ষায় পজেটিভ। গত ২৪ ঘন্টায় ৯৪ টি নমুনা পরীক্ষায় এ ফলাল এসেছে।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত বলেন, দিন দিন সাতক্ষীরায় করোনার বিস্তার বাড়ছে। সব মিলিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৪ জনে। সুস্থ হয়েছেন ১১৭ জন। এছাড়া গত রোববার ভোররাতে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন। নতুন শনাক্ত হওয়া পজেটিভ রোগীদের তালিকা দিয়ে স্থানীয় প্রশাসনকে আক্রান্তদের বাড়ি লকডাউন করার জন্য বলা হয়েছে।