
ফিরোজ হোসেন: সাতক্ষীরা জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০১৯ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয় এক র্যালি বের হয়। র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর সিভিল সার্জন কনফারেন্স রুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিনের সভা সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জাহাঙ্গীর হোসে,ডা.সাইফুল আলম, ডা. জয়ন্ত কুমার। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য তত্তাবধায়ক জগদীশচন্দ্র হালদার, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার শাহিনুর খাতুনসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।