নিজস্ব প্রতিবেদক: বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল তিলের জাত বিনাতিল-২ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ জুন) সকাল ১০টায় সদরের বিনেরপোতা এলাকার মাঠে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট’র আয়োজনে বিনা উপকেন্দ্র’র উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও সাতক্ষীরা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. রোক্নূজ্জামান’র সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উপপরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, এআরই বিভাগ বিনা ময়মনসিং বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আল-আরাফাত তপু, বিনা উপকেন্দ্র সাতক্ষীরা’র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সেলিম রেজা, ফার্ম ম্যানেজার মো. ফররুখ আহমেদ প্রমুখ।
মাঠ দিবসে প্রায় শতাধিক কৃষক -কৃষাণী ও কৃষি কর্মকর্তারা অংশ নেয়। মাঠ দিবসে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল তিলের জাত বিনাতিল-২ এর বৈশিষ্ট সম্পর্কে কৃষক-কৃষাণীদের ধারনা দেয়া হয়- বিনা তিল স্বল্প জীবনকাল, লবণাক্ততা সহনশীল, উচ্চ ফলনশীল, বীজের রং কালো, তেলের পরিমান বেশী-৪৫-৪৮%, মধ্যম আকারে জলাবদ্ধতা সহনশীল। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রিপন হোসেন।