
নিজস্ব প্রতিবেদক: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মইনুল ইসলাম আওয়াল নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শহরের সাতক্ষীরা-চাপড়া সড়কের আনসার ভিডিপি কার্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত মইনুল ইসলাম আওয়াল (৩০) পুরাতন সাতক্ষীরার মুন্সিপাড়া এলাকার খোকনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে যোগে বাড়ি থেকে শহরে বাবার ব্যবসা প্রতিষ্ঠাণ ফকির মিষ্টান্ন ভান্ডরে যাচ্ছিল আওয়াল। পথিমধ্যে জেলা আনসার-ভিডিপি কার্যালয়ের ৫০ গজ দূরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল থেকে রাস্তার উপর ছিটকে পড়ে আউয়াল। ট্রাকের চাকা তার ডান হাতের উপর দিয়ে উঠে যায়। উদ্ধার করে সাতক্ষীরা সদর হাতপাতালে নিয়ে যাওয়া হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
সাতক্ষীরা হোটেল-রেস্তোরা ও বেকারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অব্দুস সালাম বাচ্চু জানান, খুলনায় যাওয়ার পথে চুকনগর এলাকায় পৌঁছালে আউয়াল মারা যায়। ট্রাকের চাকায় আউয়ালের ডান হাত ভেঙ্গে চূর্ণ-বিচুর্ণ হয়ে গেছে। মুখ ও বুকের অধিকাংশ চামড়া উঠে গেছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে আওয়াল। ট্রাকটি আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।