
নিজস্ব প্রতিবেদক: করোনা কালীন সময়ে জিবনের ঝুঁকি নিয়ে সামনের সারিতে থেকে সাতক্ষীরার মানুষকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন জেলার গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সদস্যবৃন্দ। এরই মধ্যে অনেক গ্রাম ডাক্তার করোনাকালীন চিকিৎসা সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে নাফেরার দেশে পাড়ি দিয়েছেন। তবুও নিজ কর্তব্য থেকে পিছুপা হননি গ্রাম ডাক্তাররা। গ্রাম ডাক্তারদের এ অবদানের কথা স্মরণ রেখে তাদের স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে এলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। শনিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নেতৃবৃন্দের মাঝে সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি মাহবুবর রহমান, জেলা সেক্রেটারি আব্দুল গফফার, সদর উপজেলা সভাপতি মোঃ আলমগীর হোসেন, সদর সেক্রেটারি আবুল হাসান, পৌর সভাপতি রেজাউল ইসলাম, সেক্রেটারি আল আমিন হোসেন প্রমুখ।