
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে অন্তত ৫ ট্রাক অবৈধ গাইড ও গ্রামার বইসহ দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারী) দুপুর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত এই অভিযান চলে। আটকরা হলেন, শহরের নাজমুল স্মরণীর বই মেলা লাইব্রেরীর মালিক জাহাঙ্গীর হোসেন ও পপি লাইব্রেরীর মালিক আল মামুন। তাদের দোকান ছাড়াও স্ব স্ব একাধিক গোডাউনে অভিযান পরিচালিত হয়। পাওয়া যায় বিপুল পরিমান বই। যা রাতে ট্রাক লাগিয়ে পুলিশ হেফজতে নেয়া হয়।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন দৈনিক সাতনদীকে জানান, জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক অনুমোদন ব্যাতীত সরকার নিষিদ্ধ অবৈধ গাইড ও গ্রামার বই অতি গোপনে বাজারজাত করে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর থেকে তিনি ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি মহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। তিনি আরও জানান, আটক দুজনের বিরুদ্ধে নোটবই নিষিদ্ধ ২০১৮ আইন অনুযায়ী মামলার প্রক্রিয়া চলছে এবং অভিযান অব্যাহত আছে।
জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রাতে দৈনিক সাতনদীকে জানান, প্রচলিত আইনে নোট গাইড বিক্রি নিষিদ্ধ। তারপরও সাতক্ষীরার লাইব্রেরী মালিকরা এই ব্যবসা করছে এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, অন্তত ৫ট্রাক অবৈধ গাইড গ্রামার বই জব্দ করা হয়েছে। যার মুল্য কোটি টাকার উপরে। তিনি সকলকে সতর্ক করে বলেন, এটি একটি ম্যাসেজ, যারা এ ধরনের ব্যবসা করছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ সাতক্ষীরায় এসে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় এসব অবৈধ গাইড ও গ্রামার বই বিক্রি বন্ধে অভিযান পরিচালনাসহ তাদেরকে আইনের আওতায় আনার আহবান জানান। একই সাথে অবৈধ বই চক্রের সাথে জড়িত চাপ ওয়ালাদের নামের তালিকা প্রেরণের জন্য তিনি জেলা প্রশাসন ও জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হচ্ছে বলে সূত্র জানায়।