
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে । তার নাম গাজী শহিদুল( ৬০)। মৃত শহিদুল তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র। তিনি আজ ৩০ শে মে ভোর রাত ৩ টায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।
গত ২৮মে সর্দি, কাশী ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। গত বৃহস্পতিবার কভিড-( ১৯) পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। আজ সকালে তার রিপোর্ট আসার কথা ছিল।
মৃত ব্যক্তির ভাইপো মুস্তাফিজ জানান কিডনী ও ও নিউমোনিয়াজনিত সমস্যা ছিল তার। রিপোর্ট আসলে করোনা কি নিশ্চিত হওয়া যাবে।