সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে দুইজনের মৃত্যু হয়েছে। আজ পবিত্র ঈদ-উল-ফিতরের প্রথম দিন ভোরে সদরের রইচপুরের আয়ুব আলী (৭০) ও দুপুর ২টায় দেবহাটার পাঁচপোতা গ্রামের সেলিনা বেগম(৫৬)করোনার উপসর্গ নিয়ে মারা যান।
গত ২২শে মে শুক্রবার আয়ুব আলী ও ২৩শে মে শনিবার সেলিনা বেগম সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়। আজ ভোরে আয়ুব আলী ও দুপুরে সেলিনা বেগমের মৃত্যু হয়।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত দুজনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, তারা মেডিকেল কলেজের করেনা ওয়ার্ডের ৮নং বেডে চিকিৎসাধীন ছিলেন। এর আগেও তিনজন এই বেড থেকে চিকিৎসা গ্রহণ করেছিল। তাদের সবারই করোনা নেগেটিভ রেজাল্ট আসে। করোনার উপসর্গে মৃত আয়ুব আলী ও সেলিনা বেগমের রিপোর্ট দ্রুত আনার ব্যবস্থা করা হয়েছে। আশা করা যায় আগামীকাল (মঙ্গলবার) অথবা পরশু(বুধবার) রিপোর্ট হাতে পাব। ইতোমধ্যে মারা যাওয়া দু’জনের বাড়ি লকডাউন করতে প্রশাসনকে বলা হয়েছে।