
নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরায় আজ এক নার্সসহ আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ১৯১ জনের করোনা শনাক্ত হলো। সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার আজ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জেলায় নতুন শনাক্ত ১৪ জনের মধ্যে সাতক্ষীরা শহরের আছেন ১০ জন, তালা উপজেলায় তিন জন ও দেবহাটায় একজন। তাদের মধ্যে আট জন পরুষ ও ছয় জন নারী বলেও জানান তিনি।
তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত শনাক্ত ১৯১ জনের মধ্যে ৯৪ জন সুস্থ হয়েছেন ও চার জন মারা গেছেন।