
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার দেবহাটায় ইজিবাইক চালক মনিরুল ইসলাম মনি নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার দক্ষিণ সখিপুর ইটভাটা সংলগ্ন এলাকার একটি বেগুন ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবক মনিরুল ইসলাম (২৮) উপজেলার শিমুলিয়া গ্রামের ইসমাইল গাজীর ছেলে।
নিহতের পারিবার জানায়, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে কে বা কারা থানায় যাওয়ার নাম করে ইজিবাইকটি ভাড়া করে নিয়ে যায়। এরপর আর বাড়ি ফিরে আসেনি। খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, গলায় রশ্নি দিয়ে পেচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। ইজিবাইকটিও খুঁজে পাওয়া যায়নি। ধারণা করছি, গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মনিরুলকে। ঘটনার অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ।