আব্রাহাম লিংকন, শ্যামনগর থেকে:
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ৬ নম্বর রমজাননগরও ৫নং কৈখালী ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের মধ্যে কালিঞ্চী গ্রামের খাস খামার, মধ্যপাড়া, গেট পাড়া, কলোনিপাড়া সহ কয়েকটি পাড়ায় উপর দিয়ে প্রচন্ড গতিতে টর্নেডো আঘাত হেনেছে । এতে উল্লেখযোগ্য সংখ্যক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এবং নদীতে মাছ ধরা কালীন কুদ্দুস( ৪৫) নামের এক জেলে নিখোঁজের পরের দিন মৃত অবস্থায় লাশ উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ও শেখ আল-মামুন জানান। এবিষয়ে উপজেলা প্রশাসন পরির্দশন করেছেন। নিখোঁজ ব্যক্তির মৃতদেহ ভারতের ল্যান্ডের অংশে দৃশ্যমান হওয়ার পরে বিজিবি এর মাধ্যমে বিএসএফ এর সহিত কথা বলে এই ছবি সংগ্রহ করা হয়। বিজিবি ও বিএসএফ এর মধ্যে আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্নের পরে মৃতদেহ হস্তান্তর করবে বলে জানাগেছে