
সিরাজুল ইসলাম: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে মঙ্গলবার (৬ আগস্ট ‘২৫) একটি জীবিত হরিণ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা প্রথমে হরিণটিকে দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে বনবিভাগকে অবহিত করেন। এরপরেপশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রাঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা সোলায়মান হোসেন এর নির্দেশে মুন্সিগঞ্জ বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে উদ্ধার করেন এবং সুন্দরবনের প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করেন।
উদ্ধারকৃত হরিণটি সুন্দরবন থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে চলে গিয়েছিল। সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম তৃতীয় মাত্রাকে জানান, হরিণটি সম্ভবত হিংস্র বন্য প্রাণী বা প্রাকৃতিক দুর্যোগের কারণে পথ হারিয়ে লোকালয়ে চলে আসে। তবে সৌভাগ্যক্রমে হরিণটি আহত হয়নি এবং সম্পূর্ণ সুস্থ অবস্থায় ছিল।
স্থানীয় বাসিন্দাদের সচেতনতা এবং বনবিভাগের দ্রুত পদক্ষেপের ফলে হরিণটি নিরাপদে সুন্দরবনে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। এ ঘটনায় পরিবেশবাদীরা প্রশংসা প্রকাশ করেছেন এবং স্থানীয় জনগণকে বন্যপ্রাণী রক্ষায় আরো সচেতন থাকতে অনুরোধ জানানো হয়েছে।
বনবিভাগের পক্ষ থেকে বন্যপ্রাণী রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। কোন বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করলে বা বিপদে পড়লে সঙ্গে সঙ্গে স্থানীয় বন অফিসে জানানোর অনুরোধ করা হয়েছে। এই ধরনের সচেতনতা বন্যপ্রাণী সংরক্ষণে সহায়ক হতে পারে এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বনবিভাগের এই উদ্যোগ স্থানীয় সম্প্রদায়কে আরও সচেতন করে তুলছে এবং বন্যপ্রাণী সংরক্ষণে তাদের ভূমিকা আরও সুদৃঢ় করছে। পরিবেশ সংরক্ষণে স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং দায়িত্বশীলতা বৃদ্ধি পেলে, তা সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক হবে।