
নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়ায় সড়ক দুর্ঘটনায় সবুজ হোসেন নামে এক যুবক নিহত হয়েছে। এঘটনায় ২ জন আহত হয়েছে।
জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে জোড়দিয়া গ্রামের আজিজুল ইসলামের পুত্র সবুজ হোসেন ব্যাংদহা বাজার থেকে প্রতিদিনের ন্যায় কাজকর্ম শেষ করে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে জোড়দিয়া বিশ্বাসবাড়ী জামে মসজিদ সংলগ্ন স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে জোড়দিয়া গ্রামের আ: রশীদ রেজার পুত্র তৈফিক হোসেন (১৬) এবং একই গ্রামের পানাউল্লাহ সরদারের পুত্র সাইফুল ইসলাম( ৩৫) নামে ২ পথচারিকে সজোরে ধাক্কা দিয়ে পিচের রাস্তার উপর পড়ে যায়। স্থানীয় জনগন তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সিবি হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার সবুজ হোসেনকে মৃত ঘোষনা করেন। সবুজ হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার বাদ যোহর জানাযা নামাজ শেষে মরহুম সবুজ হোসেনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযা নামাজে উপস্থিত ছিলেন ফিংড়ী ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, সাবেক চেয়ারম্যান সামছুর রহমান, পল্লী চেতনার নির্বাহী পরিচালক মো: আনিছুর রহমান, এস এম নজরুল ইসলাস, প্রভাষক এস এম ফিরোজ আহম্মেদ টুটুল, ৭ নং ওয়ার্ড মেম্বর সাংবাদিক মো: আবু ছালেক সহ এলাকার মুসল্লীগন।