নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরায় পাটকেলঘাটা থানার কুটিঘাটায় কৃষি মেলার নামে চলছে নগ্ন নৃত্য ও জুয়ার আসর। কুটিঘাটা সাংস্কৃতি পরিষদ ও বাজার কমিটির আয়োজনে ১০ ফেব্রুয়ারী শুক্রবার থেকে বাজারের পাশে ফসলি মাঠেই চলছে প্রকাশ্যে চলছে নগ্ন নৃত্য ও রমরমা জুয়ার আসর। মেলায় ২টা জুয়ার আসর থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা হেরে অনেকে মোটর সাইকেল বন্ধক রেখে খালি হাতে বাড়ি ফিরছে। এই জুয়ার আসর ও যাত্রা পালার নামে নগ্ন নৃত্যের পরিচালনা করছে ঝিকরগাছার রাসেল নামে এক ব্যক্তি। কৃষিমেলা নামকরণ হলেও কৃষি সংশ্লিষ্ট ষ্টল বা পণ্যের কোন সম্পৃক্ততা মেলেনি। যাত্রাপালা ও পুতুল নাচের নামেও চলছে জীবন্ত মেয়েদের উলঙ্গ নৃত্য। প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত হাজার হাজার বহিরাগত জুয়াড়ীর আনাগোনা চলছে এই কৃষি মেলায়।
এলাকার কয়েকজন ব্যক্তি প্রভাবশালী কিছু নেতা ও প্রশানের সহযোগিতায় একের পর এক যাত্রার নামে নগ্ন নৃত্য ও জুয়ার আসর চলছে । প্রতিদিন মোটা অংকের লেন-দেনের চুক্তিতে প্রকাশ্যে নগ্ননৃত্য ও জুয়ার আসর চলছে বলে অভিযোগ উঠেছে। একইভাবে একটি প্রভাবশালী মহলও জাড়িত আছে এই সাথে। প্রতিদিন স্কুল-কলেজের ছাত্র, উঠতি বয়সের যুবক, বয়ঃবৃদ্ধরা ভিড় করছেন এই নগ্ন নৃত্য দেখার জন্য। জুয়ার আসরে দাঁড়িয়ে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ। বুধবার থেকে এখানে নগ্ন নৃত্য ও জুয়ার আসর চলছে বলে জানাগেছে।
পুতুল নাচের নামে তিনটি প্যান্ডেল করা হয়েছে। সেখানে চলছে খোলামেলা নগ্ন নৃত্য ও সেই সাথে বিভিন্ন জেলা থেকে উঠতি বয়সি মেয়েদের নিয়ে এসে নাচের নামে পদ্দার আড়ালে চলছে অবেধ্য কার্যক্রম। কৃষি মেলার মাঠের জায়গাটি রাতের অন্ধকারে নিমজ্জিত থাকতো। কিছুদিন ধরে সেই অন্ধকার জাইগাটিই ঝলমলে আলোতে আলোকিত হয়ে উঠেছে। আর এই আলোর মধ্যেই জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে অনেকের স্বপ্ন। আলোর ঝলকানিতে জুয়ার আসরে সব হারাছে সাধারণ মানুষ। হাহাকার করছে পরিবারের সদস্যরা। তাদের এই হাহাকার দেখে মুচকি হাসি হেসে পকেট ভরছে অসাধু ও প্রভাবশালী একটি মহলসহ অনেকেই।
গ্রামের সহজ-সরল খেটে খাওয়া মনুষগুলো লোভের বর্শ্ববর্তী হয়ে এখানে আসছে ,জুয়া খেলে সর্বশান্ত হয়ে বাড়ি ফিরে যাছে। এভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিছে কর্তৃপক্ষ। মাঠের এক কোনায় আম বাগানে সারি সারি জুয়ার কোট, সাধারণ মানুষ ভিড় করছে এই কোটগুলোকে ঘিরে। এক একটি কোটে পড়ছে হাজার হাজার টাকা। পাশেই চলছে নগ্ন নৃত্য। এখানে ভিড় করে আছে শিশু, কিশোর, যুবক এমনকি বৃদ্ধরাও। ভিতরে গিয়ে দেখা যায়, সেখানে নাচছে কিশোরী মেয়েরা। ১০০ টাকা থেকে ৩০০ টাকা টিকিটের বিনিময়ে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। স্টেজে চলছে কয়েকজন তরুনীর অশ্লীল পোশাকে নগ্ন নৃত্য। এভাবে প্রতিদিন ৮টা থেকে শুরু হয়ে সারা রাত্র ব্যাপী চলছে এ অশ্লীল নৃত্য। আর স্টেজের পাশেই সাজানো হয়েছে রমরমা জুয়া।
নৃত্য পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে পাতানো জুয়ার ফাঁদে পকেট কেটে হাতিয়ে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা। একটি সূত্র জানায়, সব দিক ম্যানেজ করেই চলছে এসকল অবৈধ কারবার। যাত্রা ও জুয়া বোর্ডের পরিচালক রাসেল জানান , জুয়ার বোর্ড এখন আর চলছে না। যাত্রা ও পুতুলনাচ চলছে । এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় (ওসি) জানান, আমি জানার পরে কৃষি মেলায় নগ্ন নৃত্য ও জুয়ার আসর বন্ধ করে দিয়েছি এবং পাটকেলঘাটার থানার ভিতর কোন প্রকার অসামাজিক নৃত্য ও জুয়ার বোর্ড চললে কঠোর আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।