
আব্দুল্লাহ আল-মাহফুজ : আজ সকাল ১০টার সময় একে ব্রিকস্ এর অফিস রুম থেকে আটক এক ব্যক্তিকে উদ্ধার করে ব্র²রাজপুর পুলিশ ফাঁড়ির। উদ্ধার কৃত ব্যক্তির নাম মোঃ খলিলুর রহমান, পিতা মৃত আব্বাস উদ্দীস সরদার, গ্রাম, মিঠাবাড়ি, থানা জেলা সাতক্ষীরা ।
খলিলুর রহমান বলেন, আমি একজন উট ভাটার লেবার সরদার। বিভিন্ন ভাটায় লোকজন নিয়ে লেবারের কাজ করি। ভাটার কাজ নিয়ে মনোমালিন্য হওয়ায় তারই জেরধরে ৬.০২.২০ তারিখ সন্ধ্যা ০৭.০০টায় আমাকে ধরে নিয়ে ভাটার অফিসের মধ্যে হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারপিট করে।
এসময় একে ব্রিকস্ এর মালিক চয়ন আমাকে গলায় পা দিয়ে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করে । এসময় মাছখোলা গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে, হাসান আমার থেকে জোর পূর্বক আমার থেকে ১২,৩০০ টাকা ছিনিয়ে নেই। ০৮.০২.২০ তারিখ সকালে আমি কৌশলে ৯৯৯ নম্বরে ফোন করি পরে ১২.০০টার দিকে পুলিশের একটি ফোর্স এসে আমাকে উদ্ধার করে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
সাতক্ষীরার এ.কে ব্রিকস্ এর অফিসের তালা ভেঙ্গে এক শ্রমিককে উদ্ধার করে পুলিশ।(ভিডিও)
Gepostet von দৈনিক সাতনদী am Samstag, 8. Februar 2020