সার্বক্ষণিক সিসি ক্যামেরা ও গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থাআব্দুর রহমান: সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জমে উঠেছে শিল্প ও বাণিজ্য মেলা। সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে গত বৃহস্পতিবার (৮ জুন) রাত ৮ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মেলা ঘিরে পুরো মাঠটি বর্ণিল সাজে সাজানো হয়েছে। নান্দনিক সাজ ও আলোর ফোয়ারায় সাজিয়ে তোলা হয় মেলা প্রাঙ্গণ। মেলার ৩য় দিন সরেজমিনে গিয়ে দেখা গেছে, মেলা প্রাঙ্গণে রয়েছে পুলিশ ও স্বেচ্ছাসেবক টিমের কঠোর নিরাপত্তা বলয়। এছাড়াও সার্বক্ষণিক সিসি ক্যামেরাসহ রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। উদ্বোধনের পর থেকেই জমতে শুরু করে মেলা। প্রতিদিনই শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের নারী-পুরুষ এ মেলায় ভিড় করছেন। মাসব্যাপী এ মেলায় বিভিন্ন পণ্যের ৭২টি স্টলের মধ্যে ক্ষুদ্র ও কুটির শিল্পের বিভিন্ন স্টল, দেশীয় প্রসিদ্ধ বিভিন্ন কোম্পানির প্যাভেলিয়ন, সাধারণ স্টল, শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডস, দেশীয় বিভিন্ন ধরনের পিঠাসহ মুখরোচক খাবারের দোকান স্থাপন করা হয়েছে।
ডিজিটাল নাগরদোলা, ইলেট্রিক নৌকা, ডিজিটাল ট্রেনসহ বিভিন্ন রাইডস মন কাড়ছে শিশুদের। মেলার শুরু হওয়ার পর প্রথম ছুটির দিন ছিল শুক্রবার (৯ জুন)। তবে, শুক্রবার বৃষ্টি হওয়ায় শনিবার (১০ জুন) জেলার বিভিন্ন এলাকা থেকে মেলায় এসেছেন দর্শনার্থীরা। বড়দের সঙ্গে এসেছেন ছোটরাও। আনন্দে মেতেছে শিশুরা। সব মিলিয়ে শনিবার জমজমাট ছিল মেলা প্রাঙ্গণ। শনিবার বিকালে মেলা ঘুরে দেখা যায়, ছোটদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মেলা প্রাঙ্গণে ছুটোছুটি করে খেলছে শিশুরা। মেলায় আসতে পেরে তাদের যেন আনন্দের সীমা নেই। মেলায় শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড। সেখানে মনের আনন্দে খেলাধুলা করার সুযোগ পাচ্চে তারা। শনিবার ছুটির দিন হওয়ায় রাইডগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। বিশেষ করে বিকেল থেকে মেলায় উপস্থিতি বাড়তে থাকে। সন্ধ্যার পর দর্শনার্থী ও ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। দর্শনার্থীরা বলছেন, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ তারা পরিবার নিয়ে মেলায় এসেছেন। সপ্তাহের কর্মদিবসে এই সুযোগ হয় না। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদেরও মেলায় উপস্থিতি লক্ষণীয়।
বিক্রেতারা জানান, মেলা শুরুর দিকে তাই কেনার থেকে দেখতে আসছেন বেশি মানুষ। টুকটাক হচ্ছে বেচাকেনা। আশা করছি, এবারের মেলা জমজমাট হবে। এবারের মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত ব্যসায়ীদের সমন্বয়ে ৭২টি স্টল রয়েছে। মেলায় ইভেন্ট ম্যানেজমেন্টে দায়িত্ব পালন করছে বেনারসি ইভেন্ট ম্যানেজমেন্ট।উল্লেখ্য, দীর্ঘ সাত বছর পর এর আগে ২০১৫ সালে একই মাঠে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।
সাতক্ষীরায় শিল্প ও বাণিজ্য মেলায় ছুটির দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
পূর্ববর্তী পোস্ট