
প্রেস বিজ্ঞপ্তিঃ সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ০১ জন আসামি, ১৩০ পিস ভারতীয় ইয়াবা, একটি মোটরসাইকেল, ৩৯ বোতল ভারতীয় মদসহ প্রায় সাড়ে নয় লক্ষ টাকার বিভিন্ন চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
বুধবার (২৩ অক্টোবর ২০২৫) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাটালিয়নের আওতাধীন ভোমরা, কুশখালি, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির দুটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ২/৬ এস ও ৩/৬ এস এলাকার ঘোষপাড়া ও লক্ষিদাড়ী গ্রাম থেকে ১ লাখ ৭১ হাজার ৫০০ টাকার ভারতীয় ওষুধ ও শাড়ি আটক করে।
একইভাবে কুশখালি বিওপি সীমান্ত পিলার ১২/৩ এস সংলগ্ন শশ্বানঘাট এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় বোরকা জব্দ করে।
তলুইগাছা বিওপির দুটি দল সীমান্ত পিলার ১২/৪ এস ও ১৩/৩ এস এর কাছ থেকে চারাবাড়ি ও উত্তর তলুইগাছা মুশিকুরের মোড় এলাকা থেকে ০১ জন আসামি, ১৩০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও ৩৯ বোতল ভারতীয় মদসহ ৪ লাখ ৪৭ হাজার ৫০০ টাকার ওষুধ জব্দ করে।
এ ছাড়া কাকডাঙ্গা বিওপি গেরাখালি এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় শাড়ি এবং মাদরা বিওপি কলাবাড়ি ও শশ্বানঘাট এলাকা থেকে ১ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় ওষুধ ও শাড়ি জব্দ করে।
সব মিলিয়ে বিজিবি মোট ৯ লাখ ৩৪ হাজার টাকার চোরাচালানি ও মাদকদ্রব্য জব্দ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজিবি বলেছে, চোরাকারবারিরা এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রাজস্ব আয় কমে যাচ্ছে।
আটক আসামি, ১৩০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ অন্যান্য মালামাল সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যান্য জব্দকৃত পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
দেশের রাজস্ব রক্ষা, স্থানীয় শিল্পের বিকাশ এবং তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।