
নিজস্ব প্রতিবেদক: চোরাচালান বিরোধী অভিযানে ৭মাসে চল্লিশ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি । শুক্রবার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক ।
তিনি জানান, বিগত ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সাতক্ষীরার অধীনস্থ বিওপি/ক্যাম্প/চেকপোষ্ট কর্তৃক স্ব স্ব দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় চল্লিশ কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক করা হয়। এসব মালামালের মধ্যে রয়েছে আটত্রিশ কোটি নিরানব্বই লক্ষ ত্রিশ হাজার চারশত পাঁচ টাকা মূল্যের স্বর্ণ, হীরার নাকফুল, রৌপ্য, ভারতীয় গরু, ট্রাক, কাভার্ড ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেল, সাইকেল, ঔষধ, ঔষধ তৈরীর কেমিক্যাল, কম্বল, শাড়ি, থ্রি পিস, বোরকা, চিংড়ি মাছের রেনু পোনা, পাতার বিড়ি, চা পাতা, জিরা, বাশমতি চাউল, চিনি, ফাইটার মোরগ, ভারতীয় রুপি, বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী, খাদ্যদ্রব্য, ইমিটেশন, তৈরী পোশাক, বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ। এছাড়া দুই কোটি ষোল লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশত পঞ্চাশ টাকা মূল্যের ভারতীয় ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, নেশাজাতীয় সিরাপ, সিলডেনাফিল ট্যাবলেট, অনাগ্রা, কাটাগ্রা ট্যাবেলেট ইনজেকশন ড্রাগসহ বিভিন্ন প্রকার মদ।
তিনি আরো জানান, এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
এ কারনে এধরণের অভিযান অব্যাহত রাখা হয়েছে ।বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে।এছাড়া মাদকদ্রব্য গুলি সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের স্টোরে জমা করা হয়েছে ।