
নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত মামলা আদালতে চলমান থাকার পরেও শিবির ক্যাডার আপন চাচা কর্তৃক বিভিন্ন ভাবে হয়রানির অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী শহরের মৃত মনিরুল ইসলাম খানের ছেলে ফয়জুল কবির খান সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, তার আপন চাচা মৃত নুর আহম্মেদ খানের ছেলে সাবেক শিবির ক্যাডার ছবিউল ইসলাম খান। ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত তাদের পারিবারিক সম্পত্তি থেকে তাদের তাড়ানোর জন্য ১১টি মামলা দায়ের করে সাতক্ষীরা আদালতে। ভুক্তভোগীর বসবাসরত বাড়ির জমির মামলা নং-৫৬/২১, খান কমিউনিটি সেন্টারের মামলা নং- ৫৪/ ২১ ও ৫৭/২১, খান মার্কেটের মামলা নং- ৬৩/২১ এবং বিলান জমি এর মামলা নং- ৩৪/২১, ৩৭/২১, ৪০/২১, ৪২/২১,২৩/২০, নিন্ম আদালতে ও উচ্চ আদালতে এফ এম এ ২৪৭ নং মামলা চলমান। এর পরেও থেমে নেই শিবির ক্যাডার ছবিউল ইসলাম খান, ভাড়াটিয়া লোকদিয়ে বিভিন্ন সময়ে হামলা ও জীবননাশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে ভুক্তভোগী ২০১৯ সালে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করে, যার জিডি নং-৮২৩। ভুক্তভোগী আরো জানান, খান প্লাজা কাজল সরণী (ডিপি খতিয়ান নং-৪৬৮১) এর প্রাপ্ত অংশ পৈত্রিক ১৮০ অংশ ও পিতামহীর ৫০ অংশ থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত করা হয়েছে। যার হাল রেকর্ড ও কাগজপত্রসহ নিজের প্রাপ্য অংশ দাবি করলে দীর্ঘ দিন যাবত ধরে একের পর এক বিভিন্ন দপ্তরে উক্ত সম্পত্তি নিয়ে মিথ্যা অভিযোগ করে হয়রানি ও বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় নাম ঢুকিয়ে দেওয়ার হুমকি ধামকি দিয়ে চলেছে। বর্তমানে ভুক্তভোগী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় আতঙ্কে দিন অতিবাহিত করছে। এঘটনায় ভুক্তভোগী পরিবার জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে ছবিউল ইসলাম খান শিবিরের সাথে সম্পৃক্ততার বিষয়ে বলেন এক সময় করতাম। জমি জমা সংক্রান্ত বিষয়ে পরে কথা বলবেন বলে জানান।