নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, ৭, ৮ ও নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, উপ সহকারী প্রকৌশলী কামরুজ্জামান শিমুল, সাগর দেবনাথ, তুষার রায় চৌধুরী, কার্য সহকারী আব্দুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, পৌরসভার ৯নং ওয়ার্ড আ.লীগের সভাপতি সমীর কুমার বসু, গৌরপদ বৈরাগী, ঠিকাদার প্রতিনিধি শেখ আজিম হাসান, রেজাউল ইসলাম, লেবার সর্দার জালাল সরদারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে কোভিড-১৯ প্রজেক্ট এর আওতায় পৌরসভার ৯নং ওয়ার্ডের পলাশপোল চৌরঙ্গী মোড় হতে রসুলপুর খাঁ পাড়ার মুখ পর্যন্ত ৫১৫ মিটার কার্পেটিং রাস্তা প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স গামা কনস্ট্রাকশন।
সাতক্ষীরায় কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট