
নিজস্ব প্রতিবেদকঃ শেখ আরিফুজ্জামান (তুহিন)কে সভাপতি ও শাহারিয়া আহম্মেদ (বাবলু)কে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।বুধবার (২ জুলাই) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা সকল ঠিকাদারদের উপস্হিতি বিকাল৫ টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত ঠিকাদার কল্যাণ সমিতির কার্য়ালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় সকল ঠিকাদারদের উপস্হিতি এবং সর্বসম্মতিক্রমে এ-ই কমিটি গঠন করা হয়,কমিটির অন্যান্যরা হলেন,উপদেষ্টা কাজি কবিরুল হাসান(বাদশা), উপদেষ্টা আইনুল ইসলাম নান্টা,সহ-সভাপতি অসিম কুমার দাস সোনা,সহ- সভাপতি মো আব্দুর রাজ্জাক যুগ্ম সম্পাদক কাইসারুজ্জামান হিমেল,ক্যাাশিয়ার সাইফুল আলম ( লিটন) সদস্য মো হারিজ হোসেন তুহিন,মো আকরাম হোসেন( বাপ্পি), খন্দকার মোস্তফা বিন হায়দার সানি,মো গোলাম রসুল কাজল,শেখ আনোয়ারুল ইসলাম, মো সাজ্জাদুর ইসলাম মিলন,রাহিদুল ইসলাম।আগামী তিন বছরের জন্য এ-ই কমিটির অনুমোদন দেওয়া হয়।