
আহাদুর রহমান (জনি): সাতক্ষীরা থেকে বিমানে ঢাকা গামী যাত্রীরা যশোর বিমানবন্দর পর্যন্ত যাওয়ার জন্য নানা ঝক্কি ঝামেলা পোহান। তাই ঢাকাগামী বিমানের যাত্রীদের কথা মাথায় রেখে মাইক্রোবাস সার্ভিস চালু করেছে ইউএসবাংলা এয়ারলাইন্স।
প্রতিদিন সকাল সাড়ে ৭টা ও বিকাল ৪টা ১৫মিনিটে সাতক্ষীরা শহরের সংগ্রাম টাওয়ার (ভারতীয় ভিসা সেন্টার) থেকে নিয়মিত সার্ভিসটি পরিচালিত হবে। যাত্রীদের লাক্সারিয়াস এ সাভিসটির জন্য ভাড়া নির্ধারন করা হয়েছে মাত্র ৩৫০টাকা। সার্ভিসটির জন্য যোগাযোগ করতে হবে-০১৭০১২১০৮৭০ নম্বরে। সাতক্ষীরা থেকে ইউএসবাংলার টিকেটের জন্য ইন্ডিয়ান ভিসা সেন্টারের নীচতলা, ( মুসকান এনঃ) ইটাগাছা, সাতক্ষীরা অথবা ০১৭১৪-০৩৮১০৩ নম্বরে যোগাযোগ করতে হবে। ইএসবাংলা এয়ারলাইন্সের সাতক্ষীরার এজেন্ট এজাজ আহম্মেদ স্বপন সাতনদীকে জানান, খুব শিঘ্রই ইউএসবাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে যশোর থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত বাস সার্ভিস চালু হবে। এ জন্য ইউএসবাংলা এয়ারলাইন্সের সাথে থাকার জন্য তিনি সম্মানিত যাত্রীদের আহবান জানান।