
স্পোর্টস ডেস্ক:
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের ৫৩তম ফিফটি হাঁকিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অর্ধশতক পূর্ণ করতে তার খেলতে হয়েছে ৬৫ বল।
কার্টিস ক্যাম্ফারের ওভারে দৌড়ে এক রান নিয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন সাকিব। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫২ রান নিয়ে ব্যাট করছেন তিনি। ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৫৮ রান।
এই ম্যাচ দিয়েই তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। ওয়ানডেতে তিনি প্রবেশ করেছেন ৭০০০ রানের ঘরে।
এ ম্যাচে নামার আগে ৭০০০ রানের ক্লাবে প্রবেশ করতে সাকিবের প্রয়োজন ছিল মাত্র ২৪ রান। ২১৫ ইনিংসে ৬৯৭৬ রান নামের পাশে রেখে আইরিশদের বিপক্ষে ইনিংসের দশম ওভারে ব্যাট করতে নামেন টাইগার অলরাউন্ডার। এরপর ৩৩ বল মোকাবিলা করে সে কাঙ্ক্ষিত রান তুলে নেন সাকিব। তাতে তিনি প্রবেশ করেন ৭০০০ রানের ঘরে।
প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে সবার আগে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন তামিম ইকবাল। তিনি অবশ্য পেরিয়ে গেছেন ৮০০০ রানের ঘরও।