স্পোর্টস ডেস্ক:
ব্যাটিংয়ে পাহাড়সম পুঁজি গড়ার পর বোলিংয়েও দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশের বোলাররা। আয়ারল্যান্ডের ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ওভারের প্রথম বলে উইকেট তুলে নেন সাকিব আল হাসান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ৪৩ রান।
বুধবার (২৯ মার্চ) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লিটন-রনির শো’য়ের পর ১৭ ওভারে ২০২ রানের পুঁজি পায় টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই তাসকিনের বলে লিটনের কাছে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন স্টারলিং।
এর পরের ওভারের প্রথম বলেই আবার সফলতা পায় বাংলাদেশ। সাকিবের ওভারে প্রথম বলেই টাকার আউট হয়ে যান। সেই ওভারেই সাকিব আর উইকেট না পেলেও, নিজের দ্বিতীয় ওভারে দুইটি উইকেট তুলে নেন সাকিব। নিজের তৃতীয় ওভারে এসে আরো দুটি উইকেট তুলে নেন সাকিব।
এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টিতেও দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখায় বাংলাদেশ। লিটন-রনির এনে দেয়া দারুণ সূচনাকে পরিণতি দেন সাকিব-হৃদয় জুটি। তাতে নির্ধারিত ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০২ রান করেছে বাংলাদেশ।
বুধবার (২৯ মার্চ) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফের টস হারেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। তবে ব্যাট হাতে মাঠে প্রবেশের আগেই বৃষ্টি নামে সাগরিকায়। তাতে ১ ঘণ্টা ৪০ মিনিট বিলম্বে মাঠে গড়ায় বল। ম্যাচের দৈর্ঘও কমে দাঁড়ায় ১৭ ওভারে।