
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমানের মা মোছাঃ আছিয়া খাতুন (৭২) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি অইন্না ইলায়হে রাজেউন)।
বুধহাটা ইউনিয়নের পাইথালী গ্রামের আলহাজ্ব আবুল কাশেম মোড়লের স্ত্রী আছিয়া খাতুন মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টার দিকে স্ট্রোক আক্রান্ত হলে রাতেই তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩.২০ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ পুত্র ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (২২ সেপ্টেম্বর) বাদ জোহর নৈকাটি ফুটবল মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নামাজে জানাজায় ইমামতি করেন পারুলিয়া মাদরাসার সহকারী শিক্ষক আবদুল হান্নান। এসময় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মোঃ শামসুল আলম, আওয়ামী লীগ নেতা দীপঙ্কর বাছাড় দীপু, কুঁন্দুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম (বাচ্চু), আশাশুনি সরকারি কলেজের শিক্ষকবৃন্দ সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।