
সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামের কৃতি সন্তান ও সাংবাদিক শেখ আসাদুজ্জামানের পিতা আলহাজ্ব শেখ খায়রুজ্জামান ইন্তেকাল করেছেন। মৃতকালে তার বয়স হয়েছিলো (৫৯) বছর। মঙ্গলবার সন্ধ্যায় খুলনা ২৫০ শয্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। বুধবার বাদ জোহর দরগাহপুর কেন্দীয় জামে মসজিদ ময়দানে মরহুমের নামাজে জানাযা শেষে শেখ পাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নামাজে জানাযায় ইমামতি করেন মাওঃ আব্দুল হান্নান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মুনরুজ্জামান ও মনিরুল ইসলাম। এসময় সদর হাসপাতাল সমাজ সেবা অফিসার শেখ আওয়াল হোসেন, পাইকগাছা সমাজ সেবা কর্মকর্তা আলি আহসান, পাইকগাছা খাদ্য কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, দরগাহপুর আলিম মাদ্রসার অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরপদ মন্ডল, আশাশুনি রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, এডিএস প্রেসক্লাব সভাপতি শেখ হেদায়েতুল ইসলাম, দরগাহপুর প্রেসক্লাব সভাপতি শেখ হিজবুল্লাহ, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শেখ শামীনুর রহমান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংবাদিক শেখ বাদশা, মইনুল ইসলাম, শেখ আশিকুর রহমান আশিক, আরাফাত হোসেন, রবিউল ইসলাম, তালা সমাজ সেবা অফিসের সমাজ কর্মী গাজী সুলতান আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রয়াত আলহাজ্ব শেখ খায়রুজ্জামান সমাজ সেবা অফিসের ফিল্ড সুপার ভাইজার পদে কর্মরত ছিলেন। হঠাৎ তিনি নিজ বাড়ীতে অসুস্থ হয়ে পড়লে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রিয়া বন্দ হয়ে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি তার মা, স্ত্রী ও ৩পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।