
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০১টি মোটর সাইকেল এবং ০২টি মোবাইল ফোন আটক করেছে।
বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২২ নভেম্বর) বিকালে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ কলারোয়ার কাকডাংগা বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ নূরে আলম এর নেতৃত্বে একটি টহল দল মেইন পিলার ১৩/৩-এস এর ৪ আরবি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাকডাংগা রাস্তার উপর হতে ২০,০০০/- (বিশ হাজার) টাকা মূল্যের ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ১,৬০,০০০/- টাকা মূল্যের ০১টি এপাসি মোটর সাইকেল এবং ৭,০০০/- টাকা মূল্যের ০২টি মোবাইলসহ বাংলাদেশী নাগরিক মোঃ শরিফুল ইসলাম (২৬), পিতা- মোঃ আব্দুল ওহাব, গ্রাম-কেড়াগাছি, পোষ্ট-কেড়াগাছি, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাকে আটক করে। আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৮৭,০০০/- (এক লক্ষ সাতাশি হাজার) টাকা। আটককৃত বাংলাদেশী নাগরিককে ফেন্সিডিল, মোটর সাইকেল ও মোবাইলসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
একটি সূত্র জানায়, আটক শরিফুলের কাছ থেকে যে মোটর সাইকেল উদ্ধার করা হয় তাতে অনলাইন টিভি পোর্টাল ২৪ ঘন্টা স্টিকার লাগানো এবং প্রেস ও সাংবাদিক লেখা ছিল। কথিত এই ব্যক্তি ভূয়া সাংবাদিক সেজে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে জানা গেছে।
এছাড়া তার কাছ থেকে ২৪ ঘণ্টা ডট টিভি /দৈনিক দক্ষিণাদূত ও দৈনিক পত্রদূতের পরিচয়পত্র উদ্ধার করা হয়।