নজরুল ইসলাম, তালা: জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে তালা প্রেসক্লাব নেতৃবৃন্দ। শনিবার (১৭ জুন) সকাল ১১টায় তালা ডাকবাংলোর সামনে এ প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মান্নান, সিনিয়র সদস্য আব্দুল সালাম, আকরামুল ইসলাম, বি এম বাবলুর রহমান। বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিকদের কন্ঠ রোধ করতে একটি সন্ত্রাসী সংগঠন মাঠে নেমেছে। সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে হত্যা করেছেন একদল সন্ত্রাসী। সামনে থেকে ইন্দন ও সহযোগিতা করেছেন জামালপুরে সাধুরপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান মাহামুদুল আলম বাবুসহ তার সহযোগীরা। বক্তারা আরো বলেন, সন্ত্রাসীরা কোন দলের না তারা সন্ত্রাসী ও অন্ধকার জগতের বাসিন্দা। ইতিমধ্যে তালা প্রেসক্লাব তাদের কলমকে অস্ত্র হিসেবে ব্যবহার করে তালা তথা দক্ষিণ পশ্চিম অঞ্চলের সর্বহারা তৎকালীন বিপ্লবী কমিনিষ্ট পাটি ও পূর্ববাংলার সর্বহারা পার্টিকে উৎখাত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেন যা ইতিহাস স্বাক্ষী রয়েছে। বক্তারা অনুতিবলম্বে এই হত্যাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। বিক্ষোভ ও মানববন্ধনে কাজী জীবন বারী, লিটন হুসাইন, জহুর হাসান সাগর ফয়সাল হোসেন, পার্থ মন্ডল মেহেদী হাসান স্বাক্ষর, শাহিন আলম, সজিব, মো: রহুল আমিন মোল্লা, মো: হাফিজুর রহমান, কাজী এনামুল হক বিপ্লব, সহযোগী সদস্য, শফিউর রহমান ডানলাপ, খান আল মাহবুব হুসাইন প্রমুখ আরো উপস্থিত ছিলেন।
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে তালা প্রেসক্লাবের মানববন্ধন
পূর্ববর্তী পোস্ট