
জিয়াউর রহমান শ্যামনগর থেকেঃ শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে সকল সাংবাদিক রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানববন্ধনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরে চন্দনায় প্রকাশ্যে জনসম্মুখে কুপিয়ে হত্যা করে।দুর্বৃত্তরা গত বৃহস্পতিবার গাজীপুর চন্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে চাঁদাবাজির ভিডিও ধারণ করায় একদল সন্ত্রাসী বাহিনী দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক তুহিনকে ধারালো অস্ত্রদ্বারা এলোপাথারি কুপিয়ে হত্যা করে। তারই ধারাবাহিকতার সারা বাংলাদেশে ন্যায় হত্যাকারীদের বিচারের দাবিতে শ্যামনগর উপজেলা মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার (১০ আগস্ট) সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সড়কে ঐ সময়
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে বক্তারা প্রসাশনের হস্তক্ষেপ কামনা করে দ্রুত তুহিন হত্যার বিচারের দাবী করেন।
এ সময় একাত্ত্বোতা ঘোষন করে বক্তব্য রাখেন শ্যামনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতিদ আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সদস্য এডঃ আশেক ই এলাহী মুন্না, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলমগীর সিদ্দীকি, সদর বিএনপির সাবেক সাধারন সম্পাদক খান আব্দুস সবুর, সাবেক ছাত্রনেতা পৌর কাউন্সিলর আজিজুর রহমান আজিবর, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক ডাঃ জিয়াউর রহমান, প্রচার সম্পাদক রাজু আহমেদ, কোষাধ্যক্ষ রাইসুল মিথুন, দপ্তর সম্পাদক আজিজুর রহমান, আব্দুল কাদের, আক্তার হোসেন, তোফাজ্জেল হোসেন,মোশাররফ হোসেন,হাবিবুল্লাহ বেলালী, রাকিব হোসেন,মাসুম বিল্লা,নুরুল হুদা ফায়াজি, পৌর বিএনপির ৬নং ওয়ার্ড সাধারন সম্পাদক নুর ইসলাম, যুবনেতা বাবলুর রহমান প্রমুখ।