বাণিজ্য ডেস্ক:
সবচেয়ে বেশি শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক হওয়ার মাইলফলক অর্জন করেছে আইএফআইসি ব্যাংক। ব্যাংকটির ১২৪৩টি শাখা-উপশাখার প্রতিটিতেই আছে ওয়ান স্টপ সার্ভিস ও নিজস্ব কর্মীর মাধ্যমে পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা।
মঙ্গলবার (২১ মার্চ) রাজধানীর পুরানা পল্টনের আইএফআইসি টাওয়ারে এ উপলক্ষে মাইলফলক উদযাপন অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনলাইনে যুক্ত ছিলেন সারাদেশে আইএফআইসি ব্যাংকের প্রতিটি শাখা-উপশাখায় নিয়োজিত কর্মীরা।
এক বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, কোনো এজেন্ট নয়, নিজস্ব দক্ষ কর্মী, উন্নত প্রযুক্তি, বহুমাত্রিক ডেলিভারি চ্যানেল, সময়োপযোগী পণ্য ও সেবা নিয়ে বৃহত্তম জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রতিবেশী হয়ে ব্যাংকিং সেবা দিচ্ছে আইএফআইসি ব্যাংক।