
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোচড়া গ্রামের পূর্ব পাড়া ঈদগাহ ময়দানে বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমানের সভাপতিত্বে উঠান বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “দেশের জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনাকে আবারও দেশের প্রধানমন্ত্রী করবো। দেশের হাল ধরবেন এবং ৫ম বারের মতো মহান আল্লাহর রহমতে দেশের প্রধানমন্ত্রী হবেন। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আবারও দূর্বার গতিতে এগিয়ে যাবে। দেশের ব্যাপক উন্নয়ন হওয়া স্বর্থেও অনেকে মিথ্যাচার করে। ডিজিটাল বাংলাদেশ ও পদ্মাসেতু নিয়ে অনেকে ব্যঙ্গ করেছিল। ডিজিটাল বাংলাদেশ ও পদ্মাসেতু দৃশ্যমান। বিশে^র সাথে তাল মিলিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশে^র দরবারে উন্নয়নের রোল মডেল। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।” উঠান বৈঠক ও মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এসএম শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবলীগ নেতা মো. আবতাবুজ্জামান লাল্টু।