
শেখ বাদশা: আওয়ামী লীগ পরিবারের সন্তান হয়েও বর্তমান সরকারের সকল সরকারি সহায়তা থেকে বঞ্চিত আশাশুনি উপজেলার কুল্যা গ্রামের আলতাফ হোসেন। এমনই দুঃখের কথা কান্না বিজড়িত কন্ঠে সাতনদীকে বলেন তিনি। পবিত্র ইদুল ফিরত উপলক্ষে সরকারের চলমান সহযোগিতা ৪৫০টাকা এবং করোনা পরিস্থিতিতে অনুদানের ২৫০০ টাকা থেকেও বঞ্চিত হয়েছেন তিনি। অথচ আওয়ামী লীগ সরকারের সকল প্রকার নির্দেশনা মাঠে ময়দানে বাস্তবায়ন করেন তার পরিবার। আলতাফ হোসেন আরও বলেন বিগত ২০১৩ সালে জামাত শিবিরের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করেছিলেন তিনি। কিন্তু বর্তমানে ভুইভোড় আওয়ামী লীগের নেতা কর্মীর কারণে যেন পিছিয়ে পড়েছেন তিনি সহ আরও অনেক আওয়ামীপন্থী নেতাকর্মী। একই এলাকার আল আমিন হোসেন সাতনদীকে বলেন ২০০৮সাল থেকে আওয়ামী লীগ সরকারের সকল নির্দেশনা মাঠে ময়দানে বাস্তবায়ন করলেও স্থানীয় জনপ্রতিনিধি আমাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে জামাত বিএনপি’র নাম অন্তর্ভুক্ত করেছেন। এমতাবস্থায় বিষয়টি আমলে নিয়ে প্রকৃত ত্যাগী আওয়ামী লীগ নেতা কর্মীর নাম স্থানীয় সরকার পরিষদের তালিকায় অন্তর্ভুক্ত করতে জেলা প্রশাসক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি, উপজেলা নির্বাহী অফিসারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা।