রেজওয়ানুল ইসলাম রাব্বি, কলারোয়া: কলারোয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি পাঠ্যপুস্তক কেজি দরে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। শিক্ষা মন্ত্রণালয়ে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রোববার (২০ আগস্ট) রাতের আঁধারে ট্রাক বোঝাই করে শিক্ষা মন্ত্রণালয় সংবলিত সরকারি পাঠ্যপুস্তক দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। ভাঙ্গারী মালামাল ক্রেতা আলমগীরের দোকানের সামনে থেকে বইগুলো ট্রাকে করে পাচার করা হচ্ছে। কেজি দরে বিক্রি করা বইগুলোর ওজন ছিল প্রায় ৮শ কেজিরও বেশি। সরজমিনে দেখা গেছে, ২০১৮, ২০১৯, ২০২০, ২০০১, ২০২২ ও ২০২৩ সালের প্রাথমিক ও মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির এসব বই কেজি দরে বিক্রি করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, কলারোয়াসহ জেলার বিভিন্ন স্থানে ভাংড়ি দোকান থেকে সরকারি বই ও বিভিন্ন চোরাই মালামাল অন্যত্র পাচার করা হয়। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
সরকারি বই কেজি দরে বিক্রির অভিযোগ
পূর্ববর্তী পোস্ট