
করোনা ভাইরাসের কারণে হোম কোয়ারেন্টিনে থাকা খেটে খাওয়া অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২৯ মার্চ) বিকেলে শহরের বিভিন্ন এলাকায় এসব খেটে খাওয়া মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু, পেঁয়াজ বিতরণ করেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী শাহেদ পারভেজ (ইমন)।
এ সময় যুবলীগ নেতা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জি এম ওয়াহিদ পারভেজ এর সহযোগিতায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তানভীর কবির রবিন, আব্দুলাহ আল মামুন, আশিক রেজা, অপু, সালমান, রিপন, নাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন। কাজী শাহেদ পারভেজ (ইমন) জানান, ‘মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক যোগাযোগ বন্ধ রাখতে সাতক্ষীরা জেলার সকল নাগরিকদের হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। হোম কোয়ারেন্টিনে থাকায় সাধারণ খেটে খাওয়া মানুষ ঘরের বাইরে বেরোতে পারছে না।
একদিন কাজ না করলে যাদের পেটে একমুঠো ভাত জোটে না তাদের কথা মাথায় নিয়ে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করছি। করোনা ভাইরাসকে প্রতিহত করতে হোম কোয়ারেন্টিনে থাকা সাধারণ মানুষের পাশে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সবসময় থাকবে’।
করোনা ভাইরাস সংক্রমণের প্রতিরোধে যে সকল অসহায় পরিবার নিজ নিজ বাড়িতে অবস্থান করছে তাদেরকে খাদ্য বিতরণ করছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় উক্ত খাদ্যদ্রব্য বিতরণ করেন ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী শাহেদ পারভেজ (ইমন), আশিক রেজা আপু, সালমান, নাহিদ।