পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) বলেছেন, সমাজে সাধারন মানুষের মধ্যে যারা ফেৎনা ফেছাদ ও বিশৃংখলা সৃষ্টি করে তারা ইসলামের বন্ধু হতে পারে না। তারা ইসলামের শত্রু। তিনি বলেন, গ্রামের সাধারন মানুষ খুবই সহজ সরল, এসব সহজ সরল মানুষকে যারা ইসলাম ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে উত্তেজিত করে তোলে, হিংস্বার্থক কর্মকান্ড করায় তারা একটি বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়ন করে। এসব ব্যক্তিদের চিহিৃত করে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, মানুষের যেমন জন্মপরিচয় আছে তেমনি বাংলাদেশেরও জন্মপরিচয় আছে। বাংলাদেশের জন্মের যারা বিরোধীতা করে তারা দেশ বিরোধী।
পুলিশ সুপার বলেন, সমাজে যেমন খারাপ মানুষ আছে, তেমনি ভাল মানুষও আছে। গুটি কয়েক খারাপ মানুষের অপকর্মের জন্য ভাল মানুষের সংখ্যা বেশী হওয়া সত্বেও তাদের কেউ অনেকে ভুল বোঝে। আসন্ন রমজান কে সামনে রেখে যে সব ব্যবসায়ীরারা নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দাম বৃদ্ধি করে তারা সমাজে ঘৃনিত ব্যক্তি। ১২ মাসের মধ্যে সবচেয়ে উত্তম মাস হলো সাবান মাস। এমাসেও কতিপয় ব্যবসায়ী অধিক লাভের জন্য জিনিস পত্রের দাম বাড়িয়ে মুসলমানদের কষ্ট দেয়। এসব মুনাফা লোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুসিয়ারী দেন পুলিশ সুপার।
তিনি রোববার রাতে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের এনায়েতপুর প্রাইমারী স্কুল মাঠে বাষিংক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এনায়েতপুর যুুবকমিটির আয়োজনে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোজাফ্ফর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সহকারী পুলিশ সুপার তালা সার্কেল এর মোঃ সাজ্জাদ হোসেন, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায়, ওসি তদন্ত বাবলুর রহমান।
ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে বক্তব্য পেশ করেন হাফেজ মাওঃ এস.এম বাইজীত হোসাইন, দ্বিতীয় বক্তা হিসাবে বক্তব্য প্রদান করেন হযরত মাওঃ মহরম বিল্লাহ হুজাইফি, বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন নুরুজ্জামান, হযরত মাওঃ মিজানুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরার পুলিশ সুপার আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম। এই শান্তি প্রতিষ্ঠার জন্য মহান রাব্বুল আল-আমিন যুগে যুগে পৃথিবীতে অসংখ্য নবী রাসুল পাঠিয়েছিলেন। আমাদের সকলকে উম্মত হিসাবে নবী রাসুলের পথ অনুসরন করে চলা উচিত।
সমাজে যারা ফেৎনা ফেছাদ সৃষ্টি করে তারা ইসলামের শত্রু
পূর্ববর্তী পোস্ট