এমপি হিসেবে যিনি আছেন, তিনিই থাকুক: কৃষক নুর ইসলাম
নতুন লোক আসলে গোছাতে সময় লাগবে: কৃষক ঈসমাইল হোসেন
ঈগলের সমর্থন বেশি শোনা যাচ্ছে: ভ্যান চালক আব্দুর রশিদ
সদরে এবার নৌকা যা, ঈগল তাই: সাবেক মহিলা মেম্বার
আব্দুর রহমান: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ২ আসনের সবত্র স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তৃর্ণমুল নেতাকর্মী ও সাধারণ ভোটাররা তাদের আস্থার প্রতীক হিসেবে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ঈগল বেছে নিচ্ছে। এদিকে, নতুন মুখ লাঙ্গল প্রতীকের প্রার্থী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু পড়েছেন চ্যালেঞ্জের মুখে।
নির্বচন কমিশন সূত্রে জানা গেছে, ১৪ টি ইউনিয়ন ও সাতক্ষীরা পৌরসভার সমন্বয়ে গঠিত সাতক্ষীরা ২ আসনে ১৩৮টি ভোট কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। মোট ভোটার ৪ লক্ষ ৬শ ৮জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লক্ষ ৯৯ হাজার ২শ ১৭ জন, মহিলা ভোটার রয়েছে ২ লক্ষ ১৩ হাজার ৮৮ জন এবং হিজড়া ভোটার ৩ জন।
আগরদাঁড়ি ইউনিয়নের সাধারণ ভোটাররা জানিয়েছেন, এবারের এমপি ভোটে যিনি আছেন, তিনিই থাকুক। তাহলে স্বজনপ্রীতি ও দুর্নীতি কম হবে। নতুন লোক আসলে অনিয়ম দুর্নীতি আরো বেড়ে যাবে। এমপি রবির সময়ে আমাদের এলাকায় বিদ্যুৎ, রাস্তাঘাট নির্মাণ, স্কুলের ভবন নির্মাণ এবং সুপেয় পানি ধরে রাখার জন্য পানির ট্যাংকসহ কয়েকটি ব্রিজ তৈরি করা হয়েছে। আমরা চাই বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে আবারও ভোট দিয়ে আমাদের এলাকার উন্নয়নের এ ধারাবাহিকতা রাখতে।
বকচারা গ্রামের কৃষক নুর ইসলাম দৈনিক সাতনদীকে বলেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে এমপি হিসেবে যে ছিল, সেই থেকে যাক। ভালো হোক, খারাপ হোক নতুন লোক আসলে গোছাতে সময় লাগবে। তার চেয়ে যে আছে, সেই থাকুক।
কৃষক ঈসমাইল হোসেন বলেন, ভোট তো দিতেই হবে। আমাদের এলাকার উন্নয়নে যে কাজ করবে এবং আমাদের যার মাধ্যমে উপকার হবে আমরা তাকেই ভোট দিবো। এমপি রবি থাকতে আমাদের বকচারা মাদ্রাসায় একটি চারতলা ভবনসহ অনেক কাজ হয়েছে। আমরাও চাই, পুনরায় তিনি ক্ষমতায় আসুক।
নেবাখালি গ্রামের ভ্যান চালক আব্দুর রশিদ বলেন, একটা মানুষ সবার চাহিদা পূরণ করতে পারে না। এবারের নির্বাচনে এ এলাকায় ঈগলের সমর্থন বেশি শোনা যাচ্ছে। আমাদের দাবী বকচারা থেকে পরানদহ পর্যন্ত রাস্তাটি সংস্কার এবং পরানদহ ব্রিজ। আমরা ভোট দিতে অবশ্যই যাবো। কারণ ভোট পচানো যাবেনা।
একজন নারী ভোটার বিলকিস বলেন, নৌকা যা ঈগল তাই। তাই রবিকেই আমরা ভোট দেব। বিগত ১০ বছরে তিনি অনেক কাজ করেছেন, আর যেসব কাজগুলো অসম্পন্ন আছে এবার আসলে তিনিই করতে পারবেন। তাহলে প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
আগামী ৭ জানুয়ারির ভোট সামনে রেখে সাতক্ষীরা ২ আসনে প্রার্থীদের প্রচার-প্রচারণা পুরোদমে জমে উঠছে। তবে সাতক্ষীরা ২ আসনে কে সংসদ সদস্য নির্বাচিত হবেন তা বলা বড়ই কঠিন হয়ে পড়েছে। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির জনসমর্থন দিন দিন বাড়ছে। দুঃসময়ের পরীক্ষিত আওয়ামী লীগের অনেক দলীয় নেতাকর্মীকে এবারের নির্বাচনে আওয়ামী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করতে দেখা যাচ্ছে। তবে সুবিধাভোগী মুষ্টিমেয় কিছু নেতাকর্মী জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামান আশুর লাঙ্গল প্রতীকের সভা সমাবেশে যোগ দিচ্ছেন।