
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। রবিবার খুলনা
বিভাগীয় কমিশনার মো: ইসমাইল হোসেন এনডিসি উপজেলা ভূমি অফিস এর নবনির্মিত এ ভবনের উদ্বোধন করেন।
অফিস উদ্বোধন শেষে বিভাগীয় কমিশনার উপজেলা ভূমি অফিস সাতক্ষীরা সদরের অন্তর্ভূক্ত সরকারি পেরিফেরিভূক্ত সম্পত্তির অস্থায়ী চান্দিনা লাইসেন্স প্রদান করেন। পরে উপজেলা ভূমি অফিস চত্বরে বকুল গাছের চারা রোপন করেন। এসময় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী সহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।