
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার গয়েশপুর হিবজুল কোরআন মাদ্রাসার ছাত্রকে মাদ্রাসার শিক্ষক কর্তৃক বেদম প্রহর, ঘটনা শুনতে যাওয়ায় পিতাকে ও বেদম মারপিট সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের। আহত ছাত্রের নাম ওমর ফারুক (১১) সে সদরের ভোমরা ইউনিয়নের গয়েশপুর গ্রামের নূর মোহাম্মাদের ছেলে। মাদ্রাসা শিক্ষকের নাম নাজমুল হুদা, তার বাড়ি কালিগঞ্জ থানার কাঁকড়া বাড়ি গ্রামে। অভিযোগ সূত্রে জানাযায়, ০৩ফেব্রুয়ারি বুধবার সকাল ০৮টায় ওমর ফারুক পড়তে গেলে পড়াশুনাকে কেন্দ্র করে শিক্ষক নাজমুল হুদা আমার ছেলে ওমর ফারুক কে কিল, ঘুসি সহ লাঠি দিয়ে মারপিঠ করে শরীরের বিভিন্ন স্থানে ফোলা, জখম সহ ডান হাতে গুরুত্বর জখম করে। জখম অবস্থায় ওমর ফারুক বাড়িতে এসে তার বাবা-মাকে ঘটনা বললে। ওমর ফারুকের পিতা বিষয়টি জানার জন্য মাদরাসায় গেলে ঐ শিক্ষকের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে একই এলাকার শাহাদাত হোসেনের ছেলে সাইদুল ইসলাম, মোজ্জাম্মেল মোড়লের ছেলে আমিন হোসেন, শওকত আলীর ছেলে শাহাজালাল, মৃত. মোজাম্মেল হোসেনের ছেলে ইয়াছিন আলী সহ আরো কয়েকজন ওমর ফারুকের পিতা নূর মোহাম্মাদ কেও এলোপাতাড়ি মারপিট করে।