নিজস্ব প্রতিবেদক: ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটির অংশ হিসেবে মাসব্যাপি গণসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক মাসব্যাপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল। জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উপলক্ষে সোমবার সকাল ১১ টায় সাতক্ষীরা শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ও বেলা ১২ টায় সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে ছাত্র-ছাত্রীদের নিয়ে পৃথক দুটি গণসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিন, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবীর, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) শাহাবউদ্দিন মোল্লা, সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক কামাল উদ্দিন,সাতক্ষীরা শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক, বিআরটিএ’র অফিস সহকারী মো. সাইফুল ইসলাম। পৃথক দুটি কর্মশালায় বক্তরা উপস্থিত ছাত্র-ছাত্রীদের সড়ক দুর্ঘটনার রোধকল্পের উপর বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্যে প্রদান করেন। কর্মশালা শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন প্রকার ট্রাফিক সাইন এর লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
সড়ক দুর্ঘটনা রোধ কল্পে গণসচেতনতা মূলক কর্মশালা
পূর্ববর্তী পোস্ট