স্টাফ রিপোর্টার: দেবহাটার বিশিষ্ট সমাজসেবক স্বনামধন্য চিকিৎসক প্রয়াত ডাঃ রফিকুল ইসলামের প্রতিষ্টিত আহ্ছানিয়া ক্লিনিকের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ১০জুন, বিকাল সাড়ে ৫টায় মরহুম রফিকুল ইসলামের জামাত দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্বাহী প্রধান কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফের ব্যবস্থাপনায় আহ্ছানিয়া ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক এর শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ সৈয়দ ইব্রাহিম খলিল। বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ আকছেদুর রহমান ও ডাঃ আবুল হোসেন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডাঃ বাপ্পি। উক্ত অনুষ্ঠানে দোয়া পাঠ করেন সখিপুর আলিম মাদ্রাসা জামে মসজিদের খতিব মাওলানা রবিউল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল ইসলাম, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারন রফিকুল ইসলাম, রিপোটার্স ক্লাবের কার্য্যনির্বাহী সদস্য কে, এম রেজাউল করিমসহ বিভিন্ন মুসল্লীবৃন্দ।