
আব্দুর রশিদ: নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা হওয়ায় এবং সংবাদ প্রকাশের জের ধরে বাদি ও সাংবাদিককে হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নুরুন্নাহার খাতুন সাতক্ষীরা সদর থানায় জিডি করেছেন। জিডি সূত্রে জানা যায়, আলিপুর ডাকাতপোতা গ্রামের রবিউল ইসলামের মেয়ে মোছা. নুরুন্নাহার খাতুন বাদী হয়ে ওজেদ আলী মোড়লের ছেলে আবুল হাসানের নামে ধর্ষণ মামলা করেন। এ মামলাটি তদন্ত করছেন পিবিআই। মামলায় আবুল হাসানের সহযোগি হিসেবে আরো দুজনকে আসামী করা হয়েছে। তারা হলেন একই গ্রামের সাইফুল ইসলাম ও হাবিবুর রহমান। ভুক্তভোগী নুরুন্নাহার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। মামলা নং- ৬৬/২৩। ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ৩ এর ৯ (১) ৩০। আদালতে মামলা করায় এবং মামলার ঘটনার বিষয় নিয়ে গত ২ জুন দৈনিক সাতনদী পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর বিবাদীরা ক্ষিপ্ত হইয়া গত ২ জুন রাত ৯টার দিকে নুরুন্নাহারের বাড়ীর সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করত: মামলা উঠাইয়া নেওয়ার জন্য ভয়ভীতি দেখাইতে থাকে। মামলা উঠাইয়া না নিলে মারধর, গুম ও জীবননাশের হুমকি প্রদান করে। উল্লেখ্য, দৈনিক সাতনদী পত্রিকায় সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আব্দুর রশিদকে হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিক সমাজ।