
আশাশুনি প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ীতে হামলা, ভাংচুর অগ্নিসংযোগ, লুটপাটে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ সকল সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে আশাশুনিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার আশাশুনি বাজার জনতা ব্যাংক চত্বরে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
আশাশুনি উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের আয়োজনে কর্মসূচীতে সভাপতিত্ব করেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক নীল কণ্ঠ সোম। সাংগঠনিক সম্পাদক প্রফেসর হিরুলাল সরকারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, শ্রীশ্রী প্রনব মঠ ঢাকা’র অধ্যক্ষ স্বামী সঙ্গীতানন্দজী মহারাজ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বৈদ্য, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, সাধারণ সম্পাদক দীপঙ্কর কুমার মন্ডল, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ সভাপতি/সম্পাদক সুরঞ্জন ঢালী, মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল, প্রবোধ সরকার, উদয় কান্তি বাছাড়, প্রভাষক রবীন্দ্র নাথ সরকার, সুপদ কুমার সানা, সত্যজিত মন্ডল, প্রভাষক রতন অধিকারী, ডাঃ বিনয় কৃষ্ণ মিস্ত্রী, হরিশ চন্দ্র সরকার প্রমূখ।
মানবন্ধন চলাকালে সমাবেশে বক্তারা, কুমিল্লা, নোয়াখালী, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে পবিত্র কুরআন অবমাননার অভিযোগ তুলে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ীতে হামলা, ভাংচুর অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদ জানিয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি করেন। এছাড়া সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়নসহ কোরআন অবমাননার সাথে প্রকৃত জড়িত ও সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ীতে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।