
বি এম আলাউদ্দীন: সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি বলেছেন- ষড়যন্ত্রকারীরা নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করতে নানা ধরনের অপপ্রচার চালিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাকিম সাহেবের সাথে আমার কোন সমস্যা নেই। আমরা ভাই ভাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলছি। আমি কাজের মাধ্যমেই মানুষকে ভালোবাসবো।
সোমবার দুপুরে বড়দল ইউনিয়ন পরিষদ চত্বরে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মতবিনিময় সভায় এ কথা বলেন। বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানার সভাপতিত্বে বিরোধী দলের উদ্দেশে তিনি আরও বলেন বড় বড় মিথ্যাচার করে বাজার গরম করে কোন লাভ নেই। মানুষের সহানুভূতি পেতে জনকল্যাণমূলক কাজ করেন। আপনারা সোয়া কোটি ভুয়া ভোটার তৈরি করেছিলেন। শতভাগ বিদ্যুৎ আমরা দিয়েছি। পদ্মা সেতু আমরা করেছি। আর আপনারা হ্যারিকেন নিয়ে মিছিল করছেন। ২১ বার জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছেন। আওয়ামী লীগ নেতা কর্মীদের পশুর মতো জবাই করেছেন। ইতিহাস ভুললে চলবে না। আপনারা রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাসী আর আমরা উন্নয়নে বিশ্বাসী। তাই উন্নয়ন চাইলে সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে উন্নয়নের মার্কা নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়নে সামিল হতে হবে। এসময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ডা. মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভূজিৎ ম-ল, সাতক্ষীরা জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকী, যুবলীগের সভাপতি স ম সেলিম রেজা মিলন, ইউপি চেয়ারম্যান দিপংকর সরকার, হোসেননুজ্জামান হোসেন, এনামুল হক ছোট, ওমর সাকি পলাশ, শাহনেওয়াজ ডালিম, মাহবুবুল হক ডাবলু প্রমুখ। এদিন শ্রীউলা, কাদাকাটি ও দরগাহপুর ইউনিয়নে নির্বাচনী মতবিনিময় করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী।