
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৫ জুন) ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
করোনা ভাইরাসের ২য় ঢেউ শ্রীউলা ইউনিয়ন তথা সাতক্ষীরা জেলায় ব্যাপক ভাবে আঘাত হেনেছে। ইতিমধ্যে অনেকে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে। করোনার প্রাদুর্ভাব থেকে ইউনিয়নবাসীকে সুরক্ষার জন্য ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছেন। এরই আওতায় গ্রামে গ্রামে ও হাটাবাজারে মানুষকে স্বাস্থ্য সচেতন করতে প্রচারণা, লকডাউন মেনে চলতে বিধিনিষেধ সম্পর্কে সচেতন করা, অহেতুক বাড়ি থেকে বের না হওয়া, বাইরে আসলে মাস্ক ব্যবহার করা, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধৌত করা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার জন্য সকলকে অনুরোধ জানানো হচ্ছে। এজন্য সকলকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে চেয়ারম্যান সাকিল বিভিন্ন বাজারে ও মানুষের কাছে গিয়ে মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ করেন।