
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার শ্রীউলায় ইউপি চেয়ারম্যানের পক্ষে মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলায় সাধারণ মানুষকে সচেতন করা ও মাস্ক পরার অভ্যাস গড়ে তুলতে বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে সমবেত মানুষের মঝে মাস্ক বিতরণ করেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। এসময় তিনি সকলকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বলেন, দ্বিতীয় ধাপে করোনাকালীন সময়ে মানুষের মধ্যে যদি কোন প্রকার সচেতনতা তৈরি না হয় তাহলে আমাদের সবার জীবন বিপন্ন হতে পারে। প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে আমাদের বাঁচতে হলে সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক ব্যবহার করতে হবে। এসময় ইউপি সদস্য ইয়াছিন আলি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।